গরমের দিনগুলোতে পরিবেশ খুব রুক্ষ হয়ে উঠে। তাই এই সময় শিশুর দিকে
খেয়াল রাখতে হয়। বিশেষ করে তার খাবার থেকে পোশাক—সবকিছু যেন গরমের
তাকে শান্তি দেয়। মোটা কাপড় ও সিল্ক, জর্জেটও অন্যান্য কাপড়ে হলে ঘামে ভিজে অনেক সময় শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। আর বেশি গরমে শিশুর গায়ে ঘামাচি
উঠাও স্বাভাবিক।

দিনে কয়েকবার শিশুর পোশাক পরিবর্তন করে দিবেন। এছাড়া শিশুকে সব সময়
পাতলা সুতি কাপড় পড়াবেন। যাতে শিশুর শরীরে সহজেই বাতাস প্রবেশ করতে
পারে। আর বাচ্চারা খুব দুরন্ত তাই খেলাধুলা, ঘুমানো কিংবা বাসায় পরার জন্য
আলাদা পোশাক নির্বাচন করাই ভালো সিদ্ধান্ত।
গরমে নবজাতক থেকে শুরু করে সব বয়সী শিশুদের জন্য বাজারে আছে সুতি,
লিনেন ও গেঞ্জি কাপড়ের বিভিন্ন ডিজাইনের পোশাক নির্বাচন করুন। আর রং
হিসেবে বেছে নিয়েছেন সাদা, আকাশি কিংবা গোলাপি, লাল, হলুদ ও নীলের
হালকা শেডগুলোকে বেছে নিন। সাধারনত ছেলে ও মেয়েশিশুদের পোশাকে
খুব একটা পার্থক্য দেখা যায়নি। ছেলেদের জন্য ঢিলেঢালা গেঞ্জি, টি-শার্ট, ফতুয়া,
নিমা, হাফ-প্যান্ট ও থ্রি-কোয়ার্টার প্যান্ট, ট্রাউজার, ফুল-প্যান্ট ইত্যাদি পড়ানো
যেতে পারে গরমে। আর মেয়েদের জন্য ফ্রক, স্কার্ট, কুর্তি ইত্যাদি।
গরমে শুধুমাত্র শিশুদের কথা ভেবে নানা ধরনের পোশাক তৈরি করে থাকে
ফ্যাশন হাউসগুলো। আর তারা সবাই বাংলাদেশের আবহাওয়ার কথা মাথায়
রেখে কাপড় বেছে নেয় যেন গরমে শিশুদের পোশাকটা যেন আরামদায়ক
হয়। তাই আপনার শিশুর সুস্থতা সুরক্ষায় ভারী কাপড় এড়িয়ে চলুন এবং সুতি,
লিলেন ও আরামদায়ক কাপড় নির্বাচন করুন।